‘ক্যামেরা নিয়ে আমার রুমে প্রবেশ করা যাবে না। ক্যামেরা বাইরে রেখে তারপর ভিতরে আসেন।’ সংবাদ সংক্রান্ত বিষয়ে বক্তব্য জানতে গেলে সংবাদকর্মীদের এমনটাই জানান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা রাকিবুর রহমান খান। তার এমন আচরণে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা।
মঙ্গলবার পেশাগত দায়িত্ব পালনে ফরিদপুর জেলা সদর থেকে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোশাডাঙ্গা গ্রামে যান। সেখানে আড়িয়াল খা নদী খননকালে উত্তোলিত বালু ব্যবস্থাপনায় অনিয়মের তথ্য পান তারা।
ওই বিষয়টি নিয়ে সরকারী বালু ও মাটি ব্যবস্থাপনা উপজেলা কমিটির প্রধান হিসেবে নির্বাহী কর্মকর্তার বক্তব্য জানতে তার কার্যালয়ে যান সাংবাদিকরা। এসময় ইউএনও এর অনুমতি নিয়ে তার রুমের ভিতরে প্রবেশের পর তিনি সাংবাদিকদের হাতে ক্যামেরা দেখে রেগে উঠেন। তিনি কোন ধরনের সৌজন্যতা ছাড়াই ক্যামেরা বাইরে রেখে ভিতরে প্রবেশ করার কথা বলেন।
এসময় সাংবাদিকরা বলেন, ক্যামেরা কোথায় রাখবো বাইরে, কার কাছে রাখবো ? তিনি তখন আবার বলেন, বাইরে রেখে আসেন, তারপরে কথা বলবো। সাংবাদিকরা তখন বলেন, আগে আমাদের পরিচয় দেই, আমরা কেন এসেছি, এটি আগে শুনুন। এরপরও তিনি তার কথায় অনড় থাকেন। সাংবাদিকরা তাকে বুঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে চলে আসেন।
এই বিষয়ে সাংবাদিকরা জেলা প্রশাসক অতুল সরকারের দৃষ্টি আকর্ষণ করলে, তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি তিনি দেখবেন, কেন এমন হয়েছে।
প্রসঙ্গত, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুর রহমান খান এর আগে রাত ১০ টায় নিজ বাসভবনে শটগানের গুলি ছুড়ে ইতিমধ্যেই দেশ জুড়ে আলোচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল