নরসিংদীর শিবপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি ও পরিবারের সদস্যদের উপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এলাকাবাসীর ব্যানারে শিবপুর উপজেলার যশোর ইউনিয়নের বঙ্গারটেক গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষ অংশ নেয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, ফাইজুল ইসলাম, দুলাল, কাদির, আসাদ, স্থানীয় নেতা লুৎফর রহমান, হান্নান চৌধুরীসহ পাঁচ শতাধিক মানুষ। সবাই ডাকাতদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি করেছেন।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাড়ির পেছনের দরজা ভেঙ্গে ২০ থেকে ২৫ জনের একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। ওই সময় পরিবারের সদস্যরা তাদের আঘাত না করে জিনিসপত্র নিয়ে যেতে বললেও তারা দেশিয় অস্ত্র দিয়ে মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া, ছেলে ও ছেলের স্ত্রীকে কুপিয়ে আহত করে। এসময় ডাকাতরা বাড়ি থেকে প্রায় আট লক্ষ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ তিন লক্ষ টাকা নিয়ে গেছে। পরে তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল