করোনা পরিস্থিতিতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকসহ সবার মাস্ক পরা নিশ্চিত করতে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ক্যাম্পেইন শুরু হয়েছে। আজ মঙ্গলবার দিনভর কুয়াকাটার সকল ব্যবসা প্রতিষ্ঠান, পর্যটকদের বহনকারী মোটরসাইকেল, বাস-মিনিবাস সহ ব্যবসা প্রতিষ্ঠানে এই প্রচারাভিযান চালানো হয়।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় স্থানীয় ‘ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এই কর্মসূচির আয়োজন করে।
এদিকে নিরাপদ পর্যটন গড়তে ও স্বাস্থ্য বিধি মেনে পর্যটকদের ভ্রমণ নিশ্চিত করার লক্ষে সৈকতে মাস্ক ছাড়া প্রবেশেও কড়াকড়ি আরোপ করেছে টুরিস্ট পুলিশ। নিজে নিরাপদ থাকুন ও অপরকে নিরাপদ রাখুন, বারবার হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন- এমন সব কথা মাইকে বারবার প্রচার করা হচ্ছে।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা’র (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, আমরা পর্যটকদের নিরাপদ রাখতে ট্যুরিজম বোর্ডের সাথে সমন্বয় করে সচেতনতা মূলক প্রচারাভিযান চালাচ্ছি।
এ বিষয়ে কুয়াকাটা টুরিস্ট পুলিশের সহকারী সিনিয়র পুলিশ সুপার সোহরাব হোসাইন জানান, শীত মৌসুমে করোনাভাইরাসের আশঙ্কা রয়েছে। তাই পর্যটকদের নিরাপদে রাখতে প্রচার চালিয়ে যাচ্ছি।
বিডি প্রতিদিন/আবু জাফর