কিশোরগঞ্জে ২০০ প্রান্তিক কৃষককে বিনামূল্যে ধানের বীজ দিয়েছে জেলা কৃষক লীগ। আজ মঙ্গলবার বিকালে জেলা শিল্পকলা একাডেমিতে সদর উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কৃষকদের মাঝে ৫ কেজি করে বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. এ আফজল। জেলা কৃষক লীগের সভাপতি আহমেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, ধর্ম বিষয়ক সম্পাদক সামসুল ইসলাম খান মাসুম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা কৃষক লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য বুরহান উদ্দিন, যুবলীগ নেতা রাশেদ জাহাঙ্গীর পল্লব, শহর কৃষক লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।
বিডি প্রতিদিন/এ মজুমদার