যুবদল কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে অবৈধ ও হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ে মঙ্গলবার বিকাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি এটিএম তৌহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক অধ্যক্ষ সামছুল হক, যুগ্ম আহবায়ক মো. মাসুদ রানা প্রধান ও যুগ্ম আহবায়ক আব্দুল ওহাব, জেলা যুবদলের সহসভাপতি শহিদুল আকরাম সোহেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্রসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
বক্তরা অবিলম্বে কেন্দ্রীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দর উপর মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর অন্দোলনের হুমকি দেন।
বিডি প্রতিদিন/আল আমীন