নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ৩০ মণ জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলার মেঘনা নদীর ভাসানচর সংলগ্ন গাংগুরিয়ার চরে অভিযান চালিয়ে এই জাটকা ইলিশ জব্দ করা হয়।
হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট বিশ্বজিৎ বডুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৩০ মণ জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত জাটকা ইলিশ বিভিন্ন এতিমখানা ও স্থানীয় অসহায় মানুষের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর