কিশোরগঞ্জের নিকলীতে অটোরিকশা চাপায় মোস্তাকিম (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। মোস্তাকিম নিকলী উপজেলার সাজনপুর আঠারবাড়িয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে এবং আঠারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। দুর্ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকালে আঠারবাড়িয়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোস্তাকিম বিকালে বাড়ির পাশে রাস্তা দিয়ে হেটে বাড়িতে যাচ্ছিল। এ সময় একটি অটোরিকসা তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে বাজিতপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার