বগুড়া শহরের নিশিন্দারায় বালু ব্যবসায়ী হযরত আলী মন্ডলকে (৩৫) কুপিয়ে হত্যামামলার রায়ে ৩ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ আদেশ দেন।
মামলার রায়ে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেকের আরও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয় এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৫ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, হাইকোর্ট বিভাগ কর্তৃক মৃত্যুদণ্ড অনুমোদিত না হওয়া পর্যন্ত উক্ত মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত তিন আসামি হলেন বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে মিলন ওরফে মারুফ রায়হান (৩৬), নিশিন্দারা আকন্দপাড়ার মহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ মানিক (২৫), নিশিন্দারা মধ্যপাড়ার মাসুম মোল্লার ছেলে মোহাম্মদ সাঈদী (২৭)। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামীরা কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৬ এপ্রিল বেলা দেড়টার দিকে শহরের নিশিন্দারা মন্ডলপাড়া এলাকায় হজরত আলী মন্ডল খুন হয়। এঘটনায় হজরত আলীর মা মেরিনা বেগম বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে ওই দিনই বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালের ২৯ নভেম্বর তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে বগুড়া সদর থানা পুলিশ।
বগুড়ার পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. আব্দুল মতিন জানান, বালু ব্যবসায়ী হযরত আলী মন্ডলকে (৩৫) কুপিয়ে হত্যা মামলার রায়ে ৩ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। আর প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পাওয়া ব্যক্তিরা হলেন বগুড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল ইসলাম মন্ডল (৫১), সুলতানগঞ্জ পাড়ার শাওন ওরফে সজীব (২৫), পালসা এলাকার মোহাম্মদ সুজন (৩৮), নিশিন্দারা চকরপাড়ার শাহিনুর রহমান মানিক (২৫) ও কাজিম হোসেন (২৭)।
বিডি প্রতিদিন/হিমেল