বগুড়ায় টিএমএসএস’র নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগমের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট উম্মে কুলছুম স্মৃতি। মঙ্গলবার দুপুরে হোটেল মমইন পরিদর্শন শেষে তার সাথে এই সাক্ষাত করেন।
পরিদর্শন শেষে এ্যাডভোকেট উম্মে কুলছুম স্মৃতি এমপির হাতে টিএমএসএস এর পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচারক ড. হোসনে আরা বেগম।
এতে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন শিপন, মাহবুব আলম, রাজিবুল হক হিটলু, কৃষক লীগ নেতা প্রকৌশলী ফাহাদ বিন সহিদ পল্লব, আওয়ামী লীগ নেতা আজাদুল ইসলাম আজাদ, সিহাবুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল