বগুড়ায় মঙ্গলবার বগুড়া জেলা সিভিল সার্জন থেকে প্রদানকৃত তথ্যে করোনায় নতুন করে এক নারীসহ দুই জনের মৃত্যু ও নতুন করে ২৭ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। দুইজনই সোমবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে টিকিৎসাধীন অবস্থায় মারা যান।
করোনাভাইরাসে মারা গেছেন, বগুড়া জেলা শহরের গোদারপাড়ার বাসিন্দা মোছা. শেফালী (২০) ও গাইবান্ধা জেলা সদরের ওয়াপদাপাড়ার বাসিন্দা জহুরুল হক (৮৮)। এদের মধ্যে গত ৭ নভেম্বর শেফালী ও ১২ নভেম্বর জহরুল হক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই টিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মঙ্গলবার বগুড়া জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন জানান, গত ২৪ ঘন্টায় ১৯৫টি নমুনা পরীক্ষা করে বগুড়ায় নতুন ২৭ জন করোনায় আক্রান্ত হয়। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ১৯১টি নমুনা পরীক্ষায় ২৫ জন এবং টিএমএসএস মেডিকেল হাসপাতালে ৪টি নমুনা পরীক্ষা করে দুইজন পজিটিভ হন। এ পর্যন্ত জেলায় নতুন ১৭ জন নিয়ে মোট সুস্থ হয়েছে ৮ হাজার ১২ জন। সরকারি হিসেবে জেলায় মোট মৃত্যু হয়েছে এ পর্যন্ত ১৯৮ জনের। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হলো ৮ হাজার ৪৩৩ জন। নতুন আক্রান্তদের মধ্যে বগুড়া সদর উপজেলার বাসিন্দা ২৪ এবং ধুনট, শাজাহানপুর ও গাবতলী উপজেলার ১ জন করে।
বিডি প্রতিদিন/আল আমীন