সাবেক ডেপুটি স্পীকার আগরতলা মামলার অভিযুক্ত মুক্তিযোদ্ধে কর্নেল (অব.) শওকত আলীর দাফন সম্পন্ন হয়েছে। শরীয়তপুরের নড়িয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে বাদ যোহর নড়িয়া বিহারীলাল উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে দশটায় সেনাবাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে তার মরদেহ শরীয়তপুরের স্টেডিয়ামে আনা হয়। সেখান থেকে মরদেহ নড়িয়া শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শরীয়তপুরে। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল