খাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে মাক্সবিহীন ১৮৯ জনকে জরিমানা করেছে। জেলা প্রসাশক কার্যালয়ের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন জানান, স্বাস্থ্যবিধি না মানায় ১৮৯ জনকে ২৭ হাজার ৬০০ শত টাকা জরিমানা করা হয়। জেলার ৯টি উপজেলায় একসাথে এ অভিযান শুরু করা হয়।
তিনি আরও জানান, খাগড়াছড়িতে এ শীতে পর্যটক বেড়ে গেছে। তবে বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকদের মাক্স ব্যবহার করতে দেখা যাচ্ছে না। সচেতন এলাকাবাসী এসব পর্যটকদের সচেতন করার জন্য প্রসাশনের কাছে দাবি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার