নেত্রকোনার জারিয়া-ময়মনসিংহ রেল লাইনে দীর্ঘ প্রায় ৮ ঘণ্টা পর চললো লোকাল ট্রেনটি। সকালে পূর্বধলা উপজেলার জারিয়া রেল স্টেশনের সামনে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জারিয়াগামী লোকাল ট্রেনের ইঞ্জিনের সামনের ৪টি চাকা লাইনচ্যুত হয়। তবে কোন হতাহত এবং ক্ষয়ক্ষতি হয়নি।
পরে ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেন এসে বিকালে ৫ টার দিকে ইঞ্জিনটিকে পুনরায় রেললাইনে বসালে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়।
স্থানীয় ও কর্মকর্তাদের সূত্রে জানা যায়, সকালে ৯ টার দিকে ময়মনসিংহ রেল স্টেশন থেকে ছেড়ে আসা ২৭২ নং ডাউন ট্রেনটি পূর্বধলা রেলস্টেশনে যাত্রী নামিয়ে জারিয়া স্টেশনে ঢোকার পথেই হঠাৎ লাইনচ্যুত হয়। ট্রেনের ইঞ্জিনটির সামনের চারটি চাকা নীচে পড়ে যায়। তবে ইঞ্জিনের চাকা পড়ে যাওয়ায় ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা আতংকিত হলেও কোন সমস্যা হয়নি।
স্থানীয়দের অভিযোগ, জারিয়া স্টেশনের কিছুটা সামনে রেললাইনের দুই পাশেই পুকুর থাকায় এবারের বর্ষায় অতিরিক্ত বৃষ্টিতে রেললাইনের দুপাশের মাটি অনেকটাই সরে গিয়ে লাইনটি ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। এই নিয়ে স্থানীয়রা বারবার রেল কর্মকর্তাদের এ ব্যাপারে অবগত করলেও তারা কোনো কর্ণপাত করেনি।
দায় এড়ানোর জন্য করোনার পর পুনরায় রেল চলাচল স্বাভাবিক হওয়ার কিছুদিন আগে বালির বস্তা ও বাঁশ দিয়ে নামমাত্র মেরামত করে রাখে। যার কারণে আজ ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। কিন্তু পুরো ট্রেনটি লাইনচ্যুত হলেই বড় ধরনের যে কোন দুর্ঘটনা ঘটে যেতে পারতো।
এদিকে লাইনচ্যুত ট্রেনের কয়েকটি বগি জারিয়া রেল গেটের ওপর আটকে থাকায় বন্ধ হয়ে যায় দুর্গাপুর শ্যামগঞ্জ মহাসড়কটিও। এসময় যাত্রীবাহী বাসসহ বালুবাহী শত শত ট্রাক আটকে থাকে এই সড়কের দুই পাশেই।
নেত্রকোনার পূর্বধলা-জারিয়া রেল স্টেশন মাস্টার অখিল চন্দ্র দাস জানান,
লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিনটিকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। রেল চলাচলও এখন পুরোপুরি স্বাভাবিক।
বিডি প্রতিদিন/হিমেল