সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেন আমার শক্তি তৃণমূলের কর্মীরা। তাদের প্রতি খেয়াল রাখতে হবে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন কারাগারে বন্দি তখনও রাজপথে নেমেছিলো তৃণমূলের কর্মীরাই। আজকে যাদের আমরা স্মরণ করছি তারা তৃণমূলের নেতা-কর্মী। তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে। শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে।
তিনি বলেন, দল দীর্ঘদিন ক্ষমতায়। সুযোগ সন্ধানী এমনকি স্বাধীনতা বিরোধী শক্তির দলে অনুপ্রবেশ ঘটছে। তারা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের গতিকে স্তব্ধ করার জন্য নতুন করে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে হবে। তাদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার সন্ধ্যায় নীলফামারীতে প্রয়াত বিশিষ্টজনদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
এতে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন বক্তব্য দেন।
সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান। এরআগে প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল