বাগেরহাটের মোরেলগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে পৌরসভার পূর্বসরালিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম শাহিন শেখ (৩০)। তিনি ওই গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের এসআই জহিরুল ইসলাম বলেন, বিশেষ কৌশলে মাদক ব্যবসায়ী শাহিনকে আটক করা হয়েছে।
তার নিকট থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই