ছাতক উপজেলার কৈতক হাসপাতালে ১৮ কোটি টাকা ব্যয়ে একটি ট্রমা সেন্টার নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
নির্মাণ কাজ শেষ হলে এটি হবে সিলেট বিভাগের ২০ শয্যা বিশিষ্ট প্রথম ট্রমা সেন্টার, যেখানে সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে পঙ্গু রোগীরা চিকিৎসা সেবা পাবেন।
সোমবার দুপুর সাড়ে ১২ টায় সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ভিত্তিপ্রস্তর স্থাপনের পর হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল খায়রাত মো. বদরুল ইসলাম, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন প্রমুখ। ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আশরাফুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন কৈতক হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. মাজহারুল ইসলাম।
এ সময় আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান মো. মুরাদ হোসেন, আখলাকুর রহমান, আব্দুল মছববির , আনোয়ার মিয়া আনু, উত্তর বিল্লাল হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন