বিএনপি-জামায়াত জোটের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সোমবার সকালে মাগুরা জেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। এ সময় মিছিলের নের্তৃত্ব দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
সকাল সাড়ে ১০টায় শহরের জামরুলতলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিলিছ শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে সেগুণবাগিচায় এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইফুজ্জামান শিখর এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, আবুল কাশেম মোল্যা, আশরাফুল আলম বাবুল ফকির, আব্দুল মান্নান, বাকি ইমাম, মকবুল হাসান মাকুল, সাজ্জাদুল ইসলাম বিপু, শেখ মেহেদী হাসান সালাহউদ্দিন, আলী আহমেদ আহাদ, মীর মেহেদী হাসান রুবেল, আলী হোসেন মুক্তাসহ বিভিন্ন পর্যায়ের নেতবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন