নেত্রকোনায় সপ্তম দিনের মতো চলছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) সদস্যদের পূর্ণ দিবস কর্মবিরতি।
পদবী পরিবর্তনসহ গ্রেড (১৩-১৬) উন্নীতকরণের দাবিতে সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মবিরতি পালন করেছেন তারা।
নেত্রকোনার ১০ উপজেলার মোট ১১৫ জন কর্মচারী গত ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই কর্মবিরতিতে অংশ নেন। কর্মবিরতি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
জেলা সদরের কর্মবিরতিতে থাকা সংগঠনটির সভাপতি দিলওয়ারুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক সাখাওয়াত জাহান খান হিরো জানান, দাবি আদায় না হলে কেন্দ্রীয়ভাবে সমাবেশের ডাক দেওয়া হবে। সেই সাথে আগামীতে কোনো নির্বাচনী কাজেও দায়িত্ব থেকেও বিরত থাকার হুঁশিয়ারি দেন তারা।
বিডি প্রতিদিন/এমআই