শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার সুরেশ্বর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পদ্মার ভাঙ্গন কবলিত এলাকা ঐতিহ্যবাহী সুরেশ্বর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২০ দোকান পুড়ে ছাই হয়ে যায়।
শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিস যেয়ে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বেলা ১১টার দিকে কাসেমের তৈলের দোকান থেকে আগুনের সূত্রপাতের ঘটনা ঘটে। এর ফলে দোকান ও দোকান ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ