নাটোরে করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে শহরের কাপুড়িয়াপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে শহরের কাপুড়িয়াপট্টিসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন।
এ সময় ৪টি মামলায় ৮ জনকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ শাওন জানান, করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব,স্বাস্থ্যবিধি মেনে চলা বিশেষ করে মাস্ক ব্যবহারের ওপর ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। বিশেষ করে সবাইকে মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে।
তিনি বলেন, মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার