রাজবাড়ীর পদ্মা নদীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জেলের জালে ২৯ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে।
সোমবার ভোর রাতে জেলে মো. জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে।
সকালে তিনি মাছটি দৌলতদিয়া মৎস আড়তে নিয়ে গেলে সেখান থেকে স্থানীয় চান্দু মোল্লা ১০৫০টাকা কেজি দরে মাছটি ক্রয় করে নেয়।
স্থানীয় জেলে জয়নাল সরদার বলেন, রবিবার মাঝ রাতে দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকায় জাল ফেলে বসে থাকি। কিছু সময় পর জালে জোরে ধাক্কা দিলে বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অনেকক্ষণ সময় নিয়ে জাল উঠালে দেখতে পাই ২৯ কেজি ওজনের একটি বাগাড় মাছ।
দৌলতদিয় ফেরিঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, জেলে জয়নাল সরদারের কাছ থেকে ১০৫০টাকা কেজি দরে ৩০ হাজার ৪৫০টাকা দিয়ে জীবিত মাছটি ক্রয় করি। এরপর ঢাকার বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করে হাবিব নামে এক ব্যক্তির কাছে ৩১ হাজার ৯০০ টাকায় মাছটি বিক্রি করি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন