সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি পিযুষ কান্তি দে’র নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। চাঁদা দাবির ঘটনায় গত রবিবার রাতে সিলেট কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (নং-১৯৫২) করেছেন।
পিযুষ কান্তি দে জানান, ৭-৮ দিন ধরে একটি মোবাইল নম্বর থেকে তার নাম ভাঙ্গিয়ে কে বা কারা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করছে। চাঁদার জন্য ভয়ভীতিও প্রদান করছে। ভুক্তভোগীদের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন। চাঁদা দাবির সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান পিযুষ কান্তি।
এদিকে, কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিঞা জানান, সাধারণ ডায়েরিতে উল্লেখ করা মোবাইল নাম্বারের সূত্র ধরে চাঁদাবাজ চক্রটিকে শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
প্রসঙ্গত, এর আগে আওয়ামী লীগের বিভিন্ন নেতার নাম ভাঙ্গিয়ে চাঁদা দাবির অভিযোগ ওঠে। এসব ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হলে তদন্ত করে পুলিশ এই চক্রের একাধিক ব্যক্তিকে আটক করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন