কুড়িগ্রামে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে প্রতিরোধমূলক সর্তকতায় জনসাধারণকে মাস্ক পরার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের উদ্যোগে মাস্ক না পরার অপরাধে ২৪ জনকে জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা সদরের দাদামোড় এলাকায় ও জিয়াবাজারে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পথচারীসহ বিভিন্ন যানবাহনের যাত্রী ও জনসাধারণের মুখে মাস্ক আছে কি না তা তদারকি ও জরিমানা করা হয়। এসময় বেশ কিছু পথচারীসহ মানুষের কাছে নগদ সাড়ে তিন হাজার টাকা আদায় করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি হাসিবুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ