নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের আলাইপুরস্থ দলের অস্থায়ী কার্যালয়ে সদর উপজেলা যুবদলের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
নাটোর জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, পৌর বিএনপির আহবায়ক বাবুল চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ।
এ সময় সদর উপজেলার সাতটি ইউনিয়নের যুবদলের আহবায়ক কমিটির নেতা কর্মীদের পরিচয় করিয়ে দিয়ে সবার সাথে কুশল বিনিময় করা হয়। বক্তারা দলকে সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
বিডি প্রতিদিন/আল আমীন