যশোরের শার্শায় শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আউট সোর্সিং (ফ্রিল্যান্সিং) প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বি করার উদ্যোগে সোমবার শার্শা উপজেলা কলেজ প্রশিক্ষণ হল রুমে ২০ জনকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা আইটি কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায়, দেশে এই প্রথম উপজেলা পর্যায়ে ১৫ দিন ব্যাপি আউটসোর্সিং (ফ্রিল্যান্সিং) প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষিত বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থানমূলক ও আয় বর্ধক কর্মসূচি হিসেবে প্রথম ব্যাচের (২০) জন প্রশিক্ষাণার্থীর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বেকার যুবক-যুবতীরা যাতে ঘরে বসে স্বাধীনভাবে আউট সোর্সিং এর মাধ্যমে একটি ল্যাপটপ ব্যবহার করে মাসে ৫০ হাজার টাকা আয় করতে পারে সে ধরণের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল জানান, সমাজের প্রতিটি শিক্ষিত বেকার যুবক-যুবতীরা যাতে আউটসোর্সিং (ফ্রিল্যার্ন্সিং) প্রশিক্ষণ নিয়ে যাতে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে পারে এবং প্রতি ব্যাচে ২০ জন প্রশিক্ষার্থী মধ্যে ০৫ জন আত্মনির্ভরশীল হলেই আমাদের এ প্রচেষ্টা সার্থক হবে। পাশাপাশি বেকারত্বের চাপ কিছুটা হলেও কমবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষানার্থীদের মাঝে প্রধান অতিথি সনদপত্র বিতরণ করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ