শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর দুই আসনের সংসদ সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর আল নাসিফ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসাইন খান, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান, নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান খোকন, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়িসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
এ সময় উপজেলার সুরেশ্বর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়া ২০ জনের মাঝে ২ বান্ডিল করে ঢেউ টিন এবং প্রত্যেককে নগদ ১৬ হাজার টাকা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল
 
                        .jpg) 
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                        