শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের ৪দিন পর ধান ক্ষেত থেকে সোহেল ওরফে বাবু (৩২) নামে এক ইট ভাটার পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে শ্রীবরদী সদর ইউনিয়নের নয়ানী শ্রীবরদী গ্রামের হালিম চেয়ারম্যানের বাড়ি উত্তর-পশ্চিমে নিলাক্ষিয়া সড়কের পাশের ধান ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত বাবু ওই এলাকার গোলাপ আলীর ছেলে।
নিহতের স্ত্রী ইয়াছমিন জানায়, তার স্বামী দীর্ঘদিন যাবত একই গ্রামে ইটভাটার পাহারাদার হিসেবে কাজ করত। গত ২৪ নভেম্বর মঙ্গলবার সকালে বাড়ি থেকে ইটভাটার উদ্দেশ্যে বের হয়ে যায়। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখোজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। শনিবার সকালে তার লাশ পাওয়া যায়।
নিহত বাবুর মা খোদেজা বেগম বলেন, আমার ছেলেকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।
পুলিশ জানায়, লাশের পরনে লুঙ্গি ও গায়ে জাম্পার ছিল। পানিতে থাকার কারণে লাশ অনেকটাই ফুলে গেছে। লাশে সুরতহাল সংগ্রহ করা হয়েছে।
শেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন জানিয়েছেন, এই বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ