১ ডিসেম্বর, ২০২০ ১৫:০৩

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত, গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত, গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সেবা বন্ধ

মাঠ পর্যায়ে গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্য সেবা দানকারী স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির ষষ্ঠ দিন অতিবাহিত হয়েছে।

মঙ্গলবার ষষ্ঠ দিন সকাল থেকে বরিশাল সদর উপজেলার ৬৪ জন স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য মিলনায়তনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তাদের দাবি বেতন বৈষম্যের শিকার হয়ে তারা মানবেতর জীবন যাপন করছে। সরকার তাদের দাবি পূরণ না করা পর্যন্ত কাজে ফিরবেন না তারা। 

এদিকে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করায় বরিশালের ২৫৮০টি কেন্দ্রে নিয়মিত টিকা ও সেবাদান কর্মসূচি বন্ধ রয়েছে। 

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর