১ ডিসেম্বর, ২০২০ ১৯:১১

বেতন বৈষম্য নিরসনের দাবিতে নাটোরে স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি

নাটোর প্রতিনিধি

বেতন বৈষম্য নিরসনের দাবিতে নাটোরে স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি

নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে নাটোরে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা তাদের কর্মবিরতি অব্যাহত রেখেছেন । 

ভ্যাকসিন হিরোর সম্মান, স্বাস্থ্য সহকারীদের অবদান’ শ্লোগানে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের ব্যানারে মঙ্গলবার সকাল থেকে জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে তারা এ কর্মবিরতি পালন করেছেন।

তাদের দাবি পূরণে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়। তাদের দাবি, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণ করে প্রজ্ঞাপন জারি করতে হবে।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর