কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
রবিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা। এসময় নেতারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মোল্লা বলেন, বঙ্গবন্ধুকে অসম্মান করলে আমরা তা সহ্য করবো না। বঙ্গবন্ধুর স্মৃতি চারণে ভাস্কর্য নিয়ে স্বাধীনতার অপশক্তি মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। স্বাধীনতার অপশক্তিকে বাংলাদেশের সাধারণ মানুষ শক্ত হাতে প্রতিহত করবো।
বিডি প্রতিদিন/ফারজানা