ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ময়না বেগম (৩২) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার পাকশিমুল গ্রামে মায়েশিয়া প্রবাসীর স্ত্রী রাগ করে কীটনাশক সেবন করে এ ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন স্বামীর স্বজনরা। এর আগেও দুইবার বিষপান করে আত্মহত্যা করার চেষ্টা করেছিল ওই গৃহবধূ। বাবার বাড়ির পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ২৮ বছর আগে মালেশিয়ায় চলে যান পাকশিমুল গ্রামের মুলু মিয়া (৪৩)। প্রেম করে গত ১৩ বছর আগে বিয়ে করেন প্রতিবেশী ময়নাকে। তাদের রয়েছে জান্নাত (১০), লামিয়া (০৮) ও সাওম (০৭) নামের তিনটি সন্তান। সম্প্রতি স্বামী স্ত্রীর মধ্যে মুঠোফোনে কথা কাটাকাটি হয়। গত শনিবার সকালে নিজ কক্ষে বসে হঠাৎ করে বমি করছিলেন ময়না। ময়নার স্বামীর ও বাবার বাড়ির লোকজন তাকে সরাইল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে তাকে জেলা সদর হাসাপাতালে প্রেরণ করা হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ময়নাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ নিহত ময়নার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন। নিহত ময়নার মা বলেন, আমি শুনেছি রাগ করে আমার মেয়ে বিষ খাইছিল। ময়না বেগমের প্রতিবেশী মনা মিয়া (৪৫) বলেন, আগেও দুইবার বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছিল ময়না।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এম এম নাজমুল আহমেদ বলেন, চিকিৎসারত অবস্থায় সদর থানায় মৃত্যুবরণ করায় সেখানকার পুলিশই ময়না তদন্তের ব্যবস্থা করেছেন। তবে রিপোর্ট আমাদের থানায়ও আসবে। এখন পর্যন্ত এ বিষয়ে কোন ধরণের অভিযোগ পায়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার