ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৫৩) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার পৌর এলাকার বালিগর্ত পাড়ার মৃত আব্দুল জলিরের ছেলে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, বিকালে নিজ বাড়ি থেকে ভ্যান নিয়ে মহেশপুর শহরের দিকে আসছিল আলমগীর হোসেন।
পথিমধ্যে উপজেলা জামে মসজিদের সামনে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় সে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার