মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১ হাজার ১শ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ বুধবার উপজেলার সাতগাঁও, ভূনবীর ও সদর ইউনিয়নে গরীব, অসহায় ও দুস্থদের হাতে এসব কম্বল ও শীতবস্ত্র তুলে দেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ড. মো. আব্দুস শহীদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা আসাদুজ্জামান, সদর ইউনিয়ন চেয়ারম্যান ভানু লাল রায়, সাতগাঁত্ত ইউনিয়ন চেয়ারম্যান মিলন শীল, ভূনবীর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশীদ, ওসি আব্দুস ছালেক, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহিন, সাধারণ সম্পাদক ছালেহ আহমদ চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন