রংপুর বিআরটিএ অফিসে মেট্রোপলিটন ডিবি পুলিশ হানা দিয়ে ৬ দালালকে গ্রেফতার করেছে।
গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক রবিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হল, কাছনা এলাকার মৃত শমসের আলীর পুত্র মোঃ দেলোয়ার হোসেন (৫০), বাহার কাছনা এলাকার জয়নাল আবেদিনের পুত্র মোঃ আঃ রশিদ (৩১), কেরানি পাড়া এলাকার মৃত তমিজ উদ্দিনের পুত্র মোঃ লিটন সরকার (৪০) একই এলাকার মৃত মেনাজ উদ্দীনের পুত্র মোঃ রিজাউল করিম রাজু (৫০), কামারপাড়া এলাকার আবু হানিফ মিয়ার পুত্র মোঃ হুমায়ন কবির (৩৮) ও মেডিকেল পূর্বগেট এলাকার আমজাদ হোসেনের পুত্র মোঃ আল-আমিন হোসেন (৩১)।
অতিঃ উপ-পুলিশ কমিশনার বলেন, অভিযান চালিয়ে ওই দালালদের গ্রেফতার করা হয়। উক্ত দালাল চক্রের সদস্যরা বিআরটিএ অফিসে মোটর ও ড্রাইভিং রেজিঃ করতে আসা আগত সেবা গ্রহিতাদের সেবা প্রদানে বাধা দান, সরকারী অফিসের ডেস্কে বসে কাজ করা, অবৈধ ভাবে টাকা দাবি করতো। সেখানে উপস্থিত সেবা নিতে আসা লোকদের কাছে থেকে দালালদের বিরুদ্ধে উক্ত অভিযোগগুলো পাওয়া যায়। গ্রেফতারকৃত বিরুদ্ধে কোতয়ালি থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন