সম্প্রতি টানা বৃষ্টির কারণে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আলীয়াবাদ-গোপালপুর সড়কের কান্দিগ্রামে এলজিআরডি নির্মিত সেতুর এক পাশের মাটি সরে গিয়ে দশ গ্রামের মানুষের পাশাপাশি যানবাহন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে চরম দুর্ভোগ পড়ে স্থানীয়রা। সংস্কারের উদ্যোগ নেন নবীনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা একরামুল সিদ্দিক। ফলে দশ গ্রামের মানুষের উপজেলা সদরের সাথে যোগাযোগ স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আলীয়াবাদ-গোপালপুর সড়কে ওই সেতুর উপর দিয়ে বিভিন্ন যানবাহনে ও হেঁটে উপজেলার কয়েক হাজার মানুষ স্থানীয় বাজার, স্কুল-কলেজে যাতায়াত করে। গত অক্টোবর মাসে টানা বৃষ্টির কারণে রাস্তাটিতে ফাটল দেখা দিলেও ইট, বালু বহনকারী ট্রলি যাতায়াতের কারণে সড়কটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পরে রাস্তাটির একটি অংশের মাটি সরে পড়লে মাটির চাপে ব্রিজের রিটার্নিং ওয়াল ভেঙে যায়। পরে সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। যানবাহন বন্ধ হয়ে যাওয়ার কারণে দোকানের মালামাল বহন ও রোগাক্রান্ত মানুষ হাসপাতালে যাওয়া আসায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিক জানান, বিষয়টি জানার পর উপজেলা পরিষদের তহবিলব থেকে এই রাস্তাটি দ্রুত চলাচল উপযোগী করা হয়। রাস্তাটির দু’পাশে রিটার্নিং ওয়াল স্থাপন করে পরিপূর্ণ করা হবে। যাতে এই রাস্তাটি দীর্ঘস্থায়ী হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন