চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. আশিক (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।
রবিবার দুপুরে চকরিয়ার বানিয়ারছড়া স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিক উপজেলার বদরখালী ইউনিয়নের সিরাজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার অভিমুখী বাসের সাথে একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মিনি ট্রাকের দুই আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আশিকের মৃত্যু হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দু'টি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন