১৪ ডিসেম্বর, ২০২০ ০৮:৫৬

ভোলায় বাল্য বিয়ে প্রতিরোধে কাজীদের প্রশিক্ষণ

ভোলা প্রতিনিধি

ভোলায় বাল্য বিয়ে প্রতিরোধে কাজীদের প্রশিক্ষণ

ভোলায় বাল্য বিয়ের হার কমিয়ে আনার লক্ষ্যে মসজিদের ইমাম এবং কাজীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে ভোলা সদর উপজেলার হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান। 

প্রশিক্ষণে ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাজী ও ইমামরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে বাল্য বিয়ে রোধে ভূমিকা রাখার জন্য সকলকে শপথ বাক্য পাঠ করানো হয়। 

ইউনিসেফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্টট্রাস্ট এর শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা ত্বরান্বিতকরণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন ঈমাম সমিতির সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, কোস্টট্রাস্ট এর টিম লিডার রাশিদা বেগম, প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান, কাজী সমিতির সভাপতি হাসনাঈন আহমেদ, এডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন, বাল্য বিয়ে ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সেক্রেটারি শাহরিয়ার জিলন, পিআর লিডার ইমা আক্তার, মিরাজ প্রমুখ।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর