স্বাধীনতার স্থপতি ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ‘শতবর্ষে বঙ্গবন্ধু, শ্রদ্ধা নিরন্তর’ শীর্ষক স্মরণিকা মোড়ক উন্মোচন ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিনাজপুরের সম্মেলন কক্ষে গতকাল রবিবার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা কমিটি দিনাজপুরের আয়োজনে এ স্মরণিকার মোড়ক উন্মোচন ও মাসিক সভা অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটি দিনাজপুর কর্তৃক প্রকাশিত জাতির জনক বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ‘শতবর্ষে বঙ্গবন্ধু, শ্রদ্ধা নিরন্তর’ স্মরণিকাটি’র মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি অ্যাডভোকেট জাকিয়া তাবাস্মুম জুঁই এমপি।
এ সময়ে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা কমিটি দিনাজপুরের চেয়ারম্যান আজিজ আহমদ ভূঞাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর