শরীয়তপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শরীয়তপুর পৌরসভা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মোমবাতি জ্বালিয়ে বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রাজনীতিবিদ ও সাংবাদিকরা।
রবিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক পারভেজ হাসান ও পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির সেই শ্রেষ্ঠ সন্তানদের এবং একই সঙ্গে সহমর্মিতা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রত্যেক শহীদ বুদ্ধিজীবী পরিবারের স্বজনদের প্রতি, যারা দীর্ঘ বছর ধরে বয়ে চলেছে আপনজনকে হারানোর বেদনা ও কষ্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস বাঙালি জাতির জীবনে একটি অত্যন্ত শোকাবহ দিন।
বিডি প্রতিদিন/এমআই