আজ ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১টায় বাগেরহাটের মোরেলগঞ্জে শোক সভা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খান ও ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক।
সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, মাহমুদ আলী, প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান।
আলোচনা শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে।
বিডি প্রতিদিন/আবু জাফর