শ্রদ্ধা ও ভালবাসায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করেছে পাবনা প্রেসক্লাব। এ উপলক্ষে সোমবার সকাল ৭টায় পাবনা প্রেসক্লাবের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে পদযাত্রাসহ মুক্তিযুদ্ধের কেন্দ্রিয় স্মৃতিসৌধ ‘দুজয় পাবনা’ য় শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় স্মরণ সভায় স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ। আলোচনা সভায় মূল বক্তব্য রাখেন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মীর্জা আজাদ, সহসভাপতি শহীদুর রহমান শহীদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক উৎপল মির্জা, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, পাবনা প্রেসক্লাবের সহকারী সাধারণ সম্পাদক তপু আহমেদ, পাবনা রির্পোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা প্রেসক্লাব নির্বাহী সদস্য আব্দুর রশিদ, এটিএন নিউজ প্রতিনিধি রিজভী জয়, দৈনিক পাবনার খবরের নির্বাহী সম্পাদক মনিরুজ্জামান শিপন প্রমুখ।
এ ছাড়া পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, শহীদ এম মনসুর আলী কলেজ মুক্তিযুদ্ধের কেন্দ্রিয় স্মৃতিসৌধ ‘দুজয় পাবনা’য় শ্রদ্ধার্ঘ নিবেদন করে।
বিডি প্রতিদিন/হিমেল