গোপালগঞ্জে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ। আজ সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের পাশে “জয় বাংলা পুকুর“ বধ্যভূমির স্মৃতিস্তম্ভে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান শ্রদ্ধা জানান।
এ সময় পুলিশের একটি চৌকস দল শহীদ বুদ্ধিজীবীদের সশস্ত্র সালাম জানায়। এসময়ে বিউগলে সুর বাজানো হয়। পরে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের পক্ষ থেকে ভাইস চ্যান্সেলর ড. এ কিউ এম মাহবুব, উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযুদ্ধ সংসদসহ বিভিন্ন সরকারি, বেসরকারি সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর শহীদদের গণকবরে ফুল দেয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার