লক্ষ্মীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্চন চন্দ্রপাল। সোমবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এতে ভার্চুয়ালি অংশ নেন ড. এ এইচ এম কামরুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহবুবুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রসুন মজুমদার ও মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা ৭১-এর ১৪ ডিসেম্বর সারাদেশে বুদ্ধিজীবীদের নারকীয় হত্যাযজ্ঞের কথা তুলে ধরে পাকিস্তানিদের দোসর রাজাকার আলবদরদের তালিকা করে তাদের শাস্তির দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই