গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোমবার দুপুরে উপজেলা হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, সাবেক কমান্ডার বীর মুক্তিযুদ্ধা শাহাবুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, আব্দুল ওহাব মিয়া প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন