শহীদ বুদ্ধিজীবীদের সম্মানে ফুলেল শ্রদ্ধাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ অংহকার চত্ত্বরে শহীদদের স্মরণে প্রথমে ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। এরপর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান। সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. ফারুক আহমেদর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী মো. গোলাম রাব্বী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সামাদ তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আলহাজ্ব কে.এম. হোসেন আলী হাসান।
এছাড়াও দিবসটিতে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। বিকেলে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতার আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন