কিংবদন্তী চলচ্চিত্রকার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আমজাদ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে শোক র্যালি ও কবর জিয়ারত করেছে তার পরিবার ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
সোমবার দুপুরে এ উপলক্ষে শহরের বকুলতলা চত্বর থেকে শোক র্যালির আয়োজন করে আমজাদ হোসেন চর্চা কেন্দ্র।
নির্দেশক ও অভিনেতা আমজাদ হোসেনের সন্তান সাজ্জাদ হোসেন দোদুলের নেতৃত্বে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর কবরস্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাহিত আমজাদ হোসেনের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মোনাজাত করা হয়।
এ সময় আমজাদ হোসেনের সন্তানসহ তার পরিবারের সদস্য এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল জানান, মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আমজাদ হোসেনের অনেক চলচ্চিত্র, উপন্যাস ও নাটক রয়েছে। তিনি তার সৃষ্টিতে সববসময় শোষিতের পক্ষে জয়গান গেয়েছেন, তাদের দু:খ দুর্দশা ও আর্তনাদের কথা তুলে ধরেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন