বুদ্ধিজীবী হত্যা দিবস স্মরণ ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে মাগুরায় যুব ঐক্য পরিষদ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। আজ সোমবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে যুব ঐক্য পরিষদ জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজেশ চন্দ্র গোপালের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, সদস্য অধ্যক্ষ সূর্য্যকান্ত বিশ্বাস, বিপুল কুমার, যুব ঐক্য পরিষদের জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অনুপ দত্ত অন্যরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার