আলোচনা সভা, মৌন পদযাত্রা ও পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে মেহেরপুর জেলা বিএনপি। সোমবার সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুনের নেতৃত্বে মৌন পথযাত্রা শহর প্রদক্ষিণ শেষে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে।
এসময় এক মিনিট নিরবতা পালন ও আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে বিএনপি জেলা কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আরজুল্লাহ মাস্টার বাবলু, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক রাইহানুল কবীর, যুবদল সভাপতি জাহিদুল হক জাহিদ, সাধারণ সম্পাদক কাওছার আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার