টেকনাফের হোয়াইক্যং বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে সাড়ে ৯ হাজার ইয়াবা ও নগদ টাকাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সন্ধ্যায় র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল উপজেলার হোয়াইক্যং বাজারের দক্ষিণ পাশের ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে উখিয়া কুতুপালং ২নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে মাহমুদুল হাসানকে (৩৮) ইয়াবাসহ আটক করে। এ সময় তার কাছ থেকে ৯ হাজার ৩৫০ পিস ইয়াবা, নগদ টাকা ও একটি মোবাইল ফোন পাওয়া যায়।
তিনি আরও জানান, আটক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর