ঝিনাইদহের মহেশপুর থেকে ট্রাকসহ বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় সাদ্দাম হোসেন (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত সাদ্দাম ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আরাকোল গ্রামের সফর উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে মহেশপুর থানায় মাদকদ্রব্য আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।
মহেশপুর থানা ওসি সাইফুল ইসলাম জানান, মহেশপুর থেকে মাদক কারবারীরা ট্রাকে করে বিপুল পরিমাণ ফেন্সিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। বৃহস্পতিবার ভোর রাতে মহেশপুর থানা পুলিশ কলেজ ষ্ট্যান্ডে সামনে অবস্থান নেয়। এসময় একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ১৪-৮০৩৫) গাড়ি আসা মাত্র পুলিশ গতিরোধ করে। পরে গাড়িটি তল্লাসি করে ১ হাজার ৬ শ ২৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার